অনলাইন ক্লাস সম্পর্কে কতিপয় সম্মানিত অভিভাবক গণের মতামত

মতামত ১

কিছু কথা না বললেই নয়। শুধু মাত্র ধন্যবাদ জ্ঞাপন করলে কম হয়ে যাবে। সম্মানিত শিক্ষকমণ্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টায় সফলতার সাথে বিশাল এক কর্মযজ্ঞ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি  নেছারাবাদ ছালেহিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ঊর্ধ্বতন কর্তা ব্যাক্তিবর্গকে  যাদের  কারনে বাচ্চারা আবার পড়ার টেবিলে মনোনিবেশ করতে পেরেছে।

বর্তমান পরিস্থিতে আমরা সবাই কম বেশী একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা অভিভাবকেরা বাচ্চাদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। সবাই নানান জায়গায় অবস্থান করছিলাম। বলতে গেলে কোন প্রকার যোগাযোগই ছিল না। এই বিছিন্ন অবস্থা থেকে আমাদের সকলকে একটি প্ল্যাট ফর্মে নিয়ে আসতে দিন রাত যিনি পরিশ্রম করেছেন ক্লাস টিচাররা। শ্রদ্ধেয় সেই শিক্ষকদের আমার পরিবার এবং সকল অভিভাবকের পক্ষ থেকে সালাম।

প্রতিটি শিক্ষক এবং ক্লাস টিচার যে ভাবে আমাদের এবং বাচ্চাদের গাইড করেছেন যা এক কথায় অসাধারণ। খুব কাছ থেকে আমি আমার বাচ্চার দুর্বলতা দেখেছি, তার নৈতিকতা দেখেছি।ঝালিয়ে নিয়েছি আমার নৈতিকতা। তার ভুল ভ্রান্তি গুলো নিয়ে আলোচনা করেছি। যা আগে নানা কারনে সম্ভব হয়ে উঠেনি। পরীক্ষার খাতা যে সুন্দর করে সাজানো যায় তা ভুলেই গিয়েছিলাম।  আমরাও চাই মাদ্রাসাটি মাথা উঁচু করে দাড়িয়ে থাকুক ।

কৃতজ্ঞতায় 

- অভিভাবক

 

মতামত ২

আমি একজন অভিভাবক,  মাদ্রাসার অনলাইন পাঠদানের সিদ্ধান্ত নেয়ায় আমি মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় এবং শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞ। অনলাইন শিক্ষা কর্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের উপকার হয়েছে।  মাদ্রাসার হোমওয়ার্ক করার মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার গতি ফিরে এসেছে বলে আমি মনে করি। সব বিষয়ের শিক্ষকগণের থেকে সবরকম সহযোগিতা পেয়েছি।  মাদ্রাসার এবং পাঠ সংক্রান্ত যেকোন প্রয়োজনে শ্রেনী শিক্ষকগণের সহযোগিতা পেয়েছি সবসময় যা খুবই প্রশংসনীয়। অনলাইনে ক্লাস নেয়ার ফলে শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার আগ্রহ এবং মনোযোগ ফিরে এসেছে।  এই পরিস্থিতিতে  মাদ্রাসার অনলাইন শিক্ষা কার্যক্রম একটি সঠিক সিদ্ধান্ত এবং আমি এই সিদ্ধান্তের সাধুবাদ জানাই।

- অভিভাবক

 

মতামত ৩

আমাদের বাচ্চারা  মাদ্রাসা বন্ধ থাকলেও একটা নিয়মের মধ্যে ছিল বরাবরই।শিক্ষক গন নিয়মিত  zoom ap এ লেসন দিয়েছেন। পড়াশোনার আবহ বজায় ছিল।  আমরা অভিভাবকগন মনে করি, অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্ত টি ছিল নিঃসন্দেহে সবচেয়ে  ভাল উদ্যোগ। 

সকল শিক্ষকদের আমার তরফ থেকে সালাম ও শুভকামনা। 

 অভিভাবক

 

মতামত ৪

বৈশ্বয়িক মহামারী করনায়(covit-19) আক্রান্ত পুরো পৃথিবী আজ বিপর্যস্ত। বেচেঁ থাকাটাই যেখানে অনিশ্চিত, শিক্ষার মতো মৌলিক অধিকার সেখানে প্রশ্নবিদ্ধ। তবুও শিক্ষার্থীদের কথা চিন্তাকরে এক্ষেত্রে শিক্ষকগন অগ্রণী ভূমিকা পালন করছেন।বিশেষ করে নেছারাবাদ ছালেহিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অনলাইন শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ।তারা প্রথমেই সমন্বিত করেছে সকল শিক্ষার্থীদের। এরপর তাদের  প্রয়োজনীয় প্রশ্নপত্র প্রদান করেছে,যা সংশ্লিষ্ট বিষয় বোঝার জন্য ছিল অত্যন্ত সহায়ক।শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আর মাদ্রাসার সমন্বিত ব্যবস্থাপনায় আজ এই দুর্যোগ কালেও শিক্ষার্থীদের শিক্ষা থেকে বঞ্চিত নয়।তাই সকল শিক্ষকদের জানাই আন্তরিক শ্রদ্ধা। আর আশা করছি কলেজ শিক্ষকগন এভাবেই শিক্ষার্থীদের পাশে সবসময় থেকে সহযোগিতা করবেন।।

ধন্যবাদান্তে
অভিভাবক